Profile photo for CN Television
CN Television

নোয়াখালীতে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, পরিবারে হত্যার অভিযোগ

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের কাজির চর গ্রাম থেকে মো. মাহফুজ (২৫) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) দুপুরে বাড়ির রান্নাঘরের পিছনে পেয়ারা গাছে বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

নিহতের পরিবার অভিযোগ করে জানায়, প্রবাসী বন্ধুর স্ত্রীকে পরকীয়ার পথে বাঁধা দেওয়ায় মাহফুজকে হত্যা করা হয়েছে। তারা দাবি করেন, প্রবাসী সোহাগের স্ত্রী আছমা আক্তার, তার ভাই সবুজ ও দুলাভাই শাহীনসহ কয়েকজন পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে।

এদিকে সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

#সিএন_টেলিভিশন #নোয়াখালী
#everyoneシ゚ #everyonefollowers
#noakhaliNews


</div>