দিনাজপুরে মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
কয়েক হাজার টুপি দাড়ি পাঞ্জাবী পড়া মোল্লা!
সবার হাতে একটি করে লাঠি! তারা নাকি সিরাতে মুস্তাকিম পরিষদ!
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের বীরাহিমপুর গ্রামে অবস্থিত রহিম শাহ ভান্ডারীর মাজার শরীফ ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে তারা। লুট করেছে মাজারের সম্পদ!
কতটা পৈশাচিক তারা, তাদেরকে দেখলেই বুঝতে পারবেন৷ ধর্ম তাদের হাতে কতটা অনিরাপদ, বুঝতে পারবেন। এই লেবাছসর্বস্ব মোল্লাদলই যে ধর্মজগতে সবচেয়ে বেশি ক্ষতিকর, বুঝতে পারবেন।
এজিদি ফিতনা আজ বাংলার রন্ধ্রে রন্ধ্রে! ধর্ম রক্ষায় হুসাইনী আত্মবলিদান আজ প্রয়োজন!
#মাজার_হামলা #ভাংচুর, #অগ্নিযোগ
#লুট #চুরি