সৌদি আরবের মরুভূমি ইতিহাসে প্রথমবারের মতো তুষারপাত দেখেছে। প্রবল বৃষ্টি আর সেই সঙ্গে শিলাবৃষ্টির ফলে সৌদি আরবের আল-জাওফ অঞ্চলের কিছু অংশ তুষারাবৃত প্রান্তরে পরিণত হয়েছে। এর ফলে যেন আশ্চর্যভূমিতে পরিণত হয়েছে এই অঞ্চল। ইতিহাস বলছে, এর আগে কখনও এই অঞ্চলে তুষারপাত হয়নি। এই প্রথম এই অঞ্চলে তুষারপাত দেখলেন বাসিন্দারা।