Profile photo for Rashed Khan
Rashed Khan

দৌড়াও সামনের দিকে। পেছনে তাকিও না। আমি আছি!

গতকাল বাংলাদেশ স্তব্ধ করে দেয়া মাইলস্টোন কলেজের দূর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরী নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে বাঁচিয়েছেন প্রায় ২০ জনের অধিক কোমলমতি ছাত্র-ছাত্রীদের!

অথচ মেহরিন আপা নিজেই দুইজন সন্তানের "মা" ছিলেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ক্লাস রুম গুলোতে যখন আগুন বাড়ছিলো ,তখন শিক্ষার্থীদের সাহস দিয়ে মেহরিন আপা বলছিলেন ,

"দৌড়াও সামনের দিকে, পেছনে তাকিও না।
আমি তোমাদের সাথে আছি"।

মেহরিন আপার একটি ভিডিও দেখলাম , উনি গর্বের সাথে সেখানে বলছেন , "তারেক রহমান আমার ভাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার চাচা। সম্পর্কে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি হতেন।"

জিয়া পরিবার আসলেই এমন। বেঁচে থাকাকালীন জিয়াউর রহমানের ভাইদের কেউ চিনতো না! উনাদের মৃত্যুর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাইদের পরিচয় দেশের মানুষ জানতে পারেন।
ঠিক তেমনই জিয়াউর রহমানের ভাতিজি মেহরিন চৌধুরীর মৃত্যুর আগে কেউ উনার পরিচয় জানতো না!

কেউ জানতো না, বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী থাকাকালীন এই মেহরিন চৌধুরী খাওয়ার নিয়ে যেতেন।
চুপিচুপি বেগম খালেদা জিয়াকে দেখে আসতেন।
জুলাই আন্দোলনের সময় রেখেছিলেন সর্বোচ্চ ভূমিকা!
অথচ ৫ই আগস্টের পর কোন সুবিধা নিতে চেষ্টা না করে ফিরে গেছেন নিজের সেই শিক্ষা পেশায়!

আল্লাহ মেহেরিন আপার এই কাজের সর্বোচ্চ পুরুস্কার দান করুন সেই দোয়া করছি।
দোয়া করছি আল্লাহ উনার দুই সন্তান সহ পুরো পরিবার এই শোক সইবার শক্তি দান করুন।।

#rashedkhanbnp #DhakaPlaneCrash #মাইলস্টোন


</div>