পরকীয়া করার কারণে ধর্মান্ধ তৌহিদী জনতা ফতুয়া জরি করে মধ্যযীগীয় কায়দায় একজন নারীকে পাথর মেরে হত্যা চেষ্টা করছে। এভাবে একজন নারীর বিচার করার অধিকার এসব ধর্মান্ধদের নেই।এঁরা পুরো রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে।তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসব কিছুর জন্য দেশে আইন আছে এভাবে প্রকাশ্য নারীদের অত্যাচার কাম্য ন য়। দেশের আইন শৃঙ্খলা এর বিচার করবে।।