Profile photo for Umme Faria Irin
Umme Faria Irin

গোপালগঞ্জের মানুষের ধাওয়া খেয়ে নৌবাহিনীর পলায়ন -------

গোপালগঞ্জে নদীপথ পাহারা দিতে নৌবাহিনী ও ছোট আকারের যুদ্ধজাহাজ মোতায়েন করেছে সরকার। মাটিতে ইতিমধ্যেই সেনাবাহিনী রয়েছে। এটা কোনো স্বাভাবিক পরিস্থিতি না — এটা দমন ও নিপীড়নের নতুন রূপ।

এভাবে পাহাড়ে সেনা মোতায়েন করে বিদ্রোহ বাধিয়ে দেওয়া হয়েছিল। ইতিহাস বলে, বিশ্বের যেসব দেশে গৃহযুদ্ধ হয়েছে, সেসব জায়গাতেও ঠিক এভাবে সেনা মোতায়েন করা হয়েছিল তথাকথিত ‘বিদ্রোহী’ এলাকার চারপাশে।

তবে কি সরকার ধরে নিয়েছে, গোপালগঞ্জসহ আশেপাশের এলাকায় বিদ্রোহ শুরু হয়ে গেছে?
প্রশ্ন হচ্ছে, ইতিহাস বলে — যত দেশেই এমন ঘটেছে, শেষ পর্যন্ত সেসব জায়গায় সেনাবাহিনী নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি।

বাংলাদেশের মাটিতে শেষবার এমনভাবে জনগণের বিরুদ্ধে নেমেছিল পাকিস্তানি সেনাবাহিনী। এবার নামছে পূর্ব পাকিস্তানি মানসিকতা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী। দেখা যাক, ইতিহাস কীভাবে নিজেকে পুনরাবৃত্তি করে।

ছড়িয়ে দিন।
ধন্যবাদ সবাইকে।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। ❤️


</div>