এবার গাজীপুরে থানার পাশেই যুবককে পাথর মেরে হত্যা: নিষ্ক্রিয়তার অভিযোগে বিদ্ধ পুলিশ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুর সদর থানার মাত্র কয়েকশ গজ দূরে প্রকাশ্য দিবালোকে চাঁদা দিতে অস্বীকার করায় এক যুবককে পাথর দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। ঘটনার সময় পুলিশ সদস্যের উপস্থিতি সত্ত্বেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় জনমনে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি হয়েছে।
#ন্যায়বিচারচাই #WeWantJustice
#পুলিশেরভূমিকাপ্রশ্নবিদ্ধ #নিরাপত্তাহীনগাজীপুর
#আইনশৃঙ্খলাকোথায়