Profile photo for July Revolutionary Alliance - JRA
July Revolutionary Alliance - JRA

২০২৪ সালের ১ আগষ্ট প্রথম প্রহরে এই ভিডিও আপলোড করা হয়। আপাতদৃষ্টিতে ভিডিওটি পাগলামি মনে হতে পারে। কিন্তু এই ভিডিও ছিলো হাসিনার অতিরঞ্জিত শোকাবহ আগষ্ট মাসের 'শোকের' বিরুদ্ধে এক অভূতপূর্ব প্রতিবাদ। রাতারাতি ভাইরাল হয়ে যায় ভিডিওটি। গোটা একটা জেনারেশনকে ১৬ বছর মুজিববাদ খাওয়ানোর চেষ্টার পর, এমন দিন দেখতে হয়েছে খু*নী হাসিনাকে।

প্রতিবাদ এভাবেও করা যায়। বিপ্লবের নেপথ্যে এই স্যাটায়ারগুলোর গুরুত্ব অনেক। আমরা ভদ্র এবং সুশীল ভাষায় বিপ্লব ঘটাইনি বরং এই ভিডিওটির মতো কিছু রেভ্যুলেশনারী প্রতিরোধের মাধ্যমেই আমাদের জুলাই এসেছে।


</div>