এই সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র ট্যামি ব্রুস নিশ্চিত করেছেন যে, আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, এবং সেই নির্বাচনে #আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকতে হবে।
যদি বাংলাদেশ সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকার এটা করতে ব্যর্থ হয় তাহলে, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর উপর #নিষেধাজ্ঞা ও #জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ বাতিল করা হবে।
পাশাপাশি #বাংলাদেশের #সাংবিধানিক নিয়মে #নির্বাচিত আওয়ামী সরকারের প্রত্যাবর্তনের সবধরনের পদক্ষেপ নিবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান #ভলকারতুর্ক ‼️