আওয়ামী লীগ এখন দেউলিয়া হয়ে গুজব ছড়াচ্ছে।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন এর ৯নং নং ওয়ার্ডের বাসিন্দা জুলাই বিপ্লবে শহীদ হন মোঃ নয়ন, পিতা মোঃ নুরুল ইসলাম।
প্রশাসনের ভুলবশত কারণে শহীদ নয়নের পিতার নাম এর পরিবর্তে একই গ্রামের প্রবাসী নয়নের পিতার নাম চলে এসেছে। প্রশাসন ভুল নাম দেখে সংশোধন করে নয়নের পিতার সঠিক নাম পাঠিয়েছেন। এখনও সংশোধিত সঠিক নামটি সংশোধন হয়ে আসেনি।
তবে সরকারি বা বেসরকারি যে কোন অনুদানই প্রকৃত শহীদ নয়নের পরিবারের কাছেই পৌঁছেছে।
এই সামান্য ভুলকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের গুজবসেলের একটি চক্র গতকাল রাত থেকেই বিভিন্ন ফেইসবুক আইডিতে শহীদ নয়ন বেঁচে আছে এবং প্রবাসে আছে বলে প্রপাগন্ডা ছাড়াচ্ছ। এমনকি
এভাবেই এক এক করে সব শহীদরা নাকি এভাবেই জীবিত হয়ে ফিরে আসবে বলে মিথ্যাচার করছে।
এতে বিভ্রান্ত হচ্ছে সাধারণ ফেইসবুক ইউজাররা।
ভোলা সহ অন্য জেলার মানুষও বিষয়টি নিয়ে বিচলিত ছিল। তাই সত্যিটা জানার জন্য প্রকৃত শহীদ নয়নের পিতার মুখের বক্তব্য শুনার অনুরোধ করছি।।