Update: ভাগ্নিকে পাওয়া গিয়েছে। সবাইকে ধন্যবাদ।
হারানো বিজ্ঞপ্তি,📢
আমার সহপাঠি বন্ধু Dipok Sarker ও সুরঞ্জন সরকার এর ভাগ্নি, ভূমিকা(সুস্মিতা)মন্ডল,৩-৭-২০২৫ বৃহস্পতিবার বিকাল ৪ টা থেকে শ্বশুরবাড়ি ফুলকচি,দামলা,শ্রীনগর থেকে নিখোঁজ।এ ঘটনায় শ্রীনগর থানায় একটি মিছিং জিডি করা হয়েছে।পারিবারিক ঝামেলার কারনে ও শ্বশুরবাড়ি থেকে বের হয়ে এখনো নিখোঁজ,দেড় বছরের বাচ্চাটা ওর শ্বাশুড়ির কাছে আছে। যদি কেউ ওর কোন খবর পান বা কোথাও দেখে থাকেন তাহলে নিম্নলিখিত নাম্বারে জানাবেন। আর শুভাকাঙ্খী যারা আছেন পোস্টটি শেয়ার করে খোঁজ পেতে সুযোগ করে দিবেন।প্রয়োজনে:01301963178 (ভাই) ফোন দিবেন,ধন্যবাদ।