Profile photo for Abu Dayen
Abu Dayen

এত‌দিন পার হবার পর আজ এই সন্ধ্যায় প্রথম মে‌ট্রো‌রে‌লে চড়লাম ঢাকায়। উত্তরা সেন্টার টু ম‌তি‌ঝিল। ভাড়া ৯০ টাকা। ভ্রমণকাল ৩২ মি‌নিট। অ‌ভিজ্ঞতা দারুণ! বোঝা মুশ‌কিল ছিল ঢাকায় আ‌ছি, না প্যা‌রিস-বা‌র্লিন‌-নিউ ইয়র্ক।