আমার এক বন্ধু কোলকাতা গেছে ডাক্তার দেখাতে। এপোলো হসপিটালের এন্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশীষ ব্যানার্জীর জন্য ওয়েট করছিল। আজ বিকেলেই। ডাক্তারের রুম বন্ধ। ডাক্তারের ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলছেন, স্যার লাঞ্চে। ঘন্টার মত অপেক্ষার পর রুমের কপাট খুলল। আকাশি রঙয়ের টি-শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলে ও যেই না বলছে, "ওবায়দুল কাদের না!" ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হন হন করে হেঁটে চলে গেলেন। আমার বন্ধু বলছে, "পুরা চকচক করতেছিলেন স্যার। চিন্তা করতে করতে ব্যাডা বাইরাইয়া গেল।" ওবায়দুল কাদের মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি এখন কোলকাতায় আছেন। দেখে মনে হয়েছে, তিনি সুস্থ আছেন।