Profile photo for মানবতার সামাজিক সংগঠন
মানবতার সামাজিক সংগঠন

একজন মাসুম শিশুর জীবন বাঁচানোর জন্য সকলের সহযোগিতা চাচ্ছি ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি দেশ ও বিদেশ সকল প্রবাসী ভাই-বোনদেরকে বলছি সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বিত্তবান, দানশীল ব্যক্তির নজরে পড়বে।

সিরাজ মিয়া একজন অটোচালক মেয়ের গলায় ক্যান্সারে আক্রান্ত হয়েছেন,বর্তমানে নাটোর সদর হাসপাতালে ভর্তি আছেন ।শিশুটির চিকিৎসার জন্য প্রায় ৬/৭ লক্ষ টাকা প্রয়োজন। লোকটার একার দ্বারা এতো টাকা জোগার করা সম্ভব না। যদি আমরা সবাই নিজ নিজ যায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে হয়তো বাচ্চা মেয়েটির গলা টাকে বাচানো সম্ভব হবে ইনশাআল্লাহ।

নিজের মনে করে ৫০,১০০,৫০০,১০০০,৫০০০ যাই পারি না কেনো সহযোগিতার হাত প্রসারিত করি। মহান আল্লাহ অবশ্যই বোনটিকে ভালো করে দিবেন। সবাই তার জন্য মন থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ সাহায্য পাঠানোর জন্য

বিকাশ নম্বার এই নামে বিকাশ
SIRATUN NESA

01739478657

শিশুটির নাম- ছামিয়া জান্নাত
বাবা- সিরাজ মিয়া
মাতা - নিলা বেগম
জেলা- নাটোর

শিশুটির জন্য সাহায্য


</div>