সামুদ্রিক প্রাণী প্রশিক্ষক জেসিকার মৃত্যু!
জেসিকা ছিলেন একজন অভিজ্ঞ সামুদ্রিক প্রাণী প্রশিক্ষক। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সমুদ্রের প্রাণীদের সঙ্গে কাজ করা ও তাদের ভালোবাসা দেওয়া। সে এক অরকা বাচ্চাকে লালন-পালন শুরু করেন, যার নাম কাইরো। কাইরো তার ডাক শুনলে পানি থেকে উঠে আসত এবং শো-তে সবাইকে মুগ্ধ করত। কিন্তু ২০২৫ সালের একদিন, শো’র আগে কাইরোর আচরণ হঠাৎ বদলে যায়। সে ঘুরে বেড়াতে থাকে, নিজের নিয়ম ভাঙে এবং হঠাৎ জেসিকার ওপর হা’ম’’লা করে। জেসিকা গু’রু’তর আ’’হ’ত হন, আর প্রশিক্ষকরা তাকে রক্ষা করতে পারেননি। এই ঘটনা দেখিয়ে দেয়, বন্য প্রাণী যতই প্রশিক্ষিত হোক না কেন, তাদের প্রকৃত স্বভাব পুরোপুরি বদলায় না।